প্রয়োজনে কালভার্ট বাড়ানোর আশ্বাস দিলেন রেল সচিব
সিভয়েস প্রতিবেদক

বন্যায় ক্ষতিগ্রস্ত দোহাজারী-কক্সবাজার রেললাইন পরিদর্শন করেছেন রেল সচিব হুমায়ুন কবীর। পরিদর্শনে গিয়ে পানি যাতে দ্রুত নামতে পারে প্রয়োজনে আরও কিছু কালভার্ট করে দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া কেঁওচিয়া তেমুহনী অংশ পরিদর্শন করেন তিনি। এসময় রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, দোহাজারী-কক্সবাজার রেলওয়ের প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় রেল সচিব সাংবাদিকদের বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত সংস্কার করে অক্টোবরে প্রথম সপ্তাহে ট্রায়াল রান দেয়া হবে। পরের সপ্তাহ থেকে রেল চলাচল শুরু হবে।