Cvoice24.com

সাতকানিয়ায় ধরা পড়লো ভুয়া পুলিশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯, ২৫ আগস্ট ২০২৩
সাতকানিয়ায় ধরা পড়লো ভুয়া পুলিশ

সাতকানিয়ায় পুলিশের হাতে ধরা পড়া ভুয়া পুলিশ।

চট্টগ্রামের সাতকানিয়ায় মো. সাইফুল ইসলাম নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকায় বাসে তল্লাশি চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে পুলিশের বেল্ট, ক্যাপ, জ্যাকেট, কালো ক্যাপ, অ্যান্ডড্রয়েড মোবাইল ও নগদ ২৬ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার আলাউদ্দিন সাউদের ছেলে।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, মহাসড়কে বসানো চেকপোস্টে রবি এক্সপ্রেসের একটি গাড়ি তল্লাশিতে উঠলে পুলিশের জ্যাকেট পরিহিত ওই ব্যক্তিকে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপ্রস্তুত হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। একপর্যায়ে বিপি নাম্বার আইডি কার্ড দেখতে চাইলে তিনি স্বীকার করে নেন ভুয়া পুলিশ হিসেবে। কক্সবাজার থেকে তিনি ঢাকায় ফিরছিলেন। পুলিশ পরিচয় দিয়ে স্বার্থসিদ্ধি করছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি আরও বিষদভাবে তদন্ত করে দেখবেন।

সিভয়েস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়

: