Cvoice24.com

ফজরের সময়ে অজু করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু চন্দনাইশে

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৪, ২৮ আগস্ট ২০২৩
ফজরের সময়ে অজু করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু চন্দনাইশে

চন্দনাইশে পুকুরে ডুবে কাইয়ুম ইসলাম শাকিল নামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার বরমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শাকিল বাইনজুরী এলাকার মো. আমিনুল ইসলাম সেলিমের ছেলে। পশ্চিম চর-বরমা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হাজী মফজল-রওশন এতিমখানা ও হেফজখানার ছাত্র ছিল সে।

এতিমখানা ও হেফজখানারটির শিক্ষক মওলানা আলমগীর আল কাদেরী জানান, শাকিল ফজরের নামাজ পড়ার জন্য সহপাঠীদের সাথে অজু করতে যায় পুকুর ঘাটে, সেখানে অসাবধানতার বশত পা পিছলে পুকুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা পুকুর থেকে শাকিলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল আমরা হাসপাতাল এরপর দ্বিতীয় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর উন্নত চিকিৎসার জন্য বিজিসি ট্রাষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে মারা যায়।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মো. মইনুল জানান, সোমবার ভোর সাড়ে ৫টায় পানিতে পড়ে মুমূর্ষু অবস্থায় শাকিল নামে একজন আসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: