সাগরে মাছ মারতে গিয়ে জালে আটকে লাশ হলেন অটোচালক
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন মো. সবুজ (৫০) নামের এক সিএনজিচালক। সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার সাহেরখালী স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়ন সরকার টোলা গ্রামের জিন্নাত আলী মুহুরী বাড়ির মো. নুরুল আমীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বড় ভাই দিদারুল আলমের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়ার চায়না ৩ নম্বর জেটি এলাকায় সাগরে জাল মারতে যায়। এসময় দুপুর গড়ালে তার সঙ্গে থাকা বড় ভাই উপরে চলে আসেন। এবং সেও চলে আসে। পরবর্তীতে সে আবার গিয়ে জাল মারে। এসময় জাল স্রোতে আটকে গেলে সে সাগরে নেমে পড়লে মুহুর্তে সাগরের ডেউয়ে জালে আটকে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ইঞ্জিন চালিত বোটের নোঙ্গর ফেলে জাল শনাক্ত করে বিকাল ৫টার দিকে তার মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল হোসেন বলেন, সবুজ পেশায় একজন সিএনজি চালক। তার ৪টি সন্তান রয়েছে। আজ সকালে তার বড় ভাই দিদারুল আলমের সঙ্গে জাল মারতে যায় ইকোনমিক জোন এলাকায়। এসময় তার বড় ভাই চলে আসলেও সে উপরে এসে আবার জাল মারতে নেমে পড়ে। ওই সময় জাল আটকে গেলে তিনি জাল উদ্ধার করতে নামলে আর ফিরেননি। পরে বড় ভাই তাকে খোঁজখুজি করে স্থানীয়দের সহায়তায় তার মৃত দেহ উদ্ধার করে। আজ এশার নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।
চরশরত পুলিশ ক্যাম্পের দায়িত্বরত ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান জানান, সাহেরখালী স্লুইসগেট এলাকায় জাল মারতে গিয়ে আটকে পড়ে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থলে গিয়ে আমরা ভিকটিমকে পাইনি। স্থানীয়দের মুখে শুনেছি অজ্ঞাত এক ব্যক্তি জাল মারতে গিয়ে আটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায়।