Cvoice24.com

বাবা হারালেন সাংবাদিক এনায়েত হোসেন মিঠু

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
বাবা হারালেন সাংবাদিক এনায়েত হোসেন মিঠু

মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর বাবা কবির আহম্মেদ ভূঁইয়া আর নেই। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবির আহম্মেদ ভূঁইয়া দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর এলাকার মাহমুদ আলী ভূঁইয়া বাড়ীর মরহুম রহিম বক্স ভূঁইয়া ছেলে। তিনি চট্টগ্রাম বন্দরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী (মেরিন) কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, শারীরিক অসুস্থতার কারণে উনাকে প্রথমে বন্দর হাসপাতাল ও পরবর্তীতে চমেক ও সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। আজ বাদ এশা মিঠাছড়া কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন মিরসরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ, মিরসরাই উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, মিরসরাই উপজেলা নাগরিক কমিটি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাধ্যক্যজনিত রোগে ৫ মাস আগে সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর মাতা সকিনা বেগম (৬০) মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: