Cvoice24.com

মিরসরাইয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১১ সেপ্টেম্বর ২০২৩
মিরসরাইয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মো. সালেহ জহুর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাইয়ের করেরহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

মো. সালেহ জহুর মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মধ্যম নাহেরপুর এলাকার কোব্বাত আহমদ চৌধুরী বাড়ির মৃত বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের ছেলে। জহুর আইজান আয়ান নামে তার ৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

মিরসরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, রোববার বিকেলে মো. সালেহ জহুর ডেলিভারি নিয়ে করেরহাট ফরেস্ট অফিসে যাচ্ছিল। পথে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. সালেহ জহুরকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মো. আরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাউকে পাইনি। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে আসার আগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: