Cvoice24.com

চা খুঁজতে গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখল সন্তানেরা

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২৩
চা খুঁজতে গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখল সন্তানেরা

প্রতিদিনের মতো সকালে হুজুরের কাছে আরবি পড়া শেষে মায়ের কাছে চা-নাস্তা চাইতে গিয়েছিল পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে। কিন্তু ততক্ষণে তাঁর মা, আর নেই। ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার মায়ের মরদেহ ঝুলছিল রুমে। 

শনিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি ভাড়া বাসা থেকে সাবরিনা আক্তার নামে (৩০) ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের ঢালকাটা গ্রামে সাবরিনার শ্বশুরবাড়ি। স্বামী মঞ্জুরুল ইসলাম দুবাই প্রবাসী। ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় তিন মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন সাবরিনা।

সাবরিনার বাবা মো.শাহজাহান বলেন, ঘটনার আগের রাত ১২টায় ফোনে কথা হয়েছে। তার মোবাইলে মিনিট দিতে বলেছিল আমি রিচার্জ পাঠিয়েছিলাম। এরপর আমার মেয়ে এবং নাতনীদের সাথেও কথাও হয়েছে। পরে সকালে নাতনীদের পড়াতে হুজুর এসেছিল হুজুরের কাছে ২০-৩০মিনিট পড়ার পর তারা মাকে খুঁজছিল চা দেয়ার জন্য। পরে দেখতে পায় যে তার মা ফ্যানের সাথে ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। এরপর আমার নাতনী আমাদের বিষয়টি ফোন করে জানায়।’

তাঁর মেয়ে সাবরিনা তিন সন্তান নিয়ে ৩ বছর ধরে এই বাসায় বলেও জানান তিনি। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা বলেন আমরা খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মহিলার লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ বিস্তারিত পরে জানা যাবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: