Cvoice24.com

সিএনজিকে ওভারটেক করতে গিয়েই প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

পটিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩
সিএনজিকে ওভারটেক করতে গিয়েই প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাতাহুল বারি তারেক (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে পটিয়া-বোয়ালখালী প্রীতিলতা সড়কের কৃষ্ণাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

তারেক চন্দনাইশের বিজিসি ট্রাস্ট একাডেমি থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। উপজেলার ধলঘাট ইউনিয়নে তার বাড়ি। বাবা আবদুল বারেকের বড় সন্তান তারেক।

শনিবার সন্ধ্যায় নিহত শিক্ষার্থীর লাশ তার গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। 

পটিয়া থানার (ওসি) প্রিটন সরকার বলেন, শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পটিয়া যাচ্ছিলেন শিক্ষার্থী ফাতাহুল বারি তারেক। যাওয়ার পথেই ধলঘাট কৃষ্ণাখালী বাজারের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করার পর চিকিৎসক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: