স্কুলছাত্রীর মায়ের পথরোধ করে আটক মিরসরাইয়ের ৩ ছাত্রলীগ নেতা
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুলছাত্রীর মাকে পথে আটকানোর অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— শুভ, সাজ্জাদ সাগর, সালমান হোসেন এবং রিফাত হোসেন রিমন। এরমধ্যে সাজ্জাদ সাগর ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক, সালমান হোসেন ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক এবং রিফাত হোসেন রিমন ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আটক চারজন মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের অনুসারি বলে জানা গেছে। তাদের সঙ্গে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সখ্যতার একাধিক ছবি দেখা গেছে। চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন এলাকায় নিজেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবারের ঘনিষ্ট লোক বলে পরিচয় দেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সকাল সাড়ে ১১টার দিকে এক ছাত্রীর মা অভিযোগ করেন কয়েকজন ছেলে উনার পথ অবরোধ করেছে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।