Cvoice24.com

চন্দনাইশে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৩
চন্দনাইশে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা। রবিবার এ মেলার উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মু: মাহাবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান প্রমুখ। 

এ সময় উপজেলায় বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর এবং ইউপি সদস্য বৃন্দ, সচিব, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: