ফুলকলি মধুবনে বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস-খাবার
বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে মধুবন ও ফুলকলির দুটি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জলদী বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আবদুল খালেক পাটোয়ারী বলেন, মেয়াদোত্তীর্ণ দেশি-বিদেশি কোল্ড ড্রিংকস ও খাবার সংরক্ষণের দায়ে ফুলকলিকে ৫০ হাজার ও মধুবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় তাদের জরিমানা করে অবৈধ পণ্যগুলো জব্দ করে নষ্ট করে ফেলা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।