Cvoice24.com

৫০ বছরে পৃথিবী ছাড়লেন বাঁশখালীর বাহারচড়া ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ১২:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩
৫০ বছরে পৃথিবী ছাড়লেন বাঁশখালীর বাহারচড়া ইউপি চেয়ারম্যান

বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম আর বেঁচে নেই। সোমবার বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম নগরের বেসরকারি একটি হাসপাতালে তিনি দেহ ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ৫০ বছর। তাজুল ইসলামের বাড়ি বাহারচড়া এলাকার পশ্চিম চাঁপাছড়ি ৮ নম্বর ওয়ার্ডে। 

পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সোমবার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

তিনি বাহারচড়া ইউনিয়ন পরিষদের ২ বারের  নির্বাচিত চেয়ারম্যান ও পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: