Cvoice24.com

বালিশ চাপায় মেরে ‘আত্মহত্যা’ প্রচার, স্বামী-জা পালালো!

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ১ অক্টোবর ২০২৩
বালিশ চাপায় মেরে ‘আত্মহত্যা’ প্রচার, স্বামী-জা পালালো!

চট্টগ্রামের রাউজানে নুর জাহান আকতার মনি (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মো. এনাম (২২) ও তার ভাইয়ের স্ত্রী।

জানা গেছে, গত ৪ বছর  আগে ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের হাসান আলীর মেয়ে নুর জাহান আকতার মনির সাথে ‘প্রেমের সম্পর্কে’ বিয়ে হয় এনামের সঙ্গে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে হত্যার ঘটনা বলে ধারণা স্থানীয়দের। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আমাকে বিষপান করেছে মর্মে খবর দেওয়া হয়। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে দেখি ওই গৃহবধুর শরীরের বিভিন্নস্থানে দাগ রয়েছে। বালিশ ও বেড উল্টানো অবস্থায় পাওয়া গেছে। আমার ধারণা মারধর করার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্ত্রীকে তার স্বামী হত্যা করেছে মর্মে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা আসার পর বিস্তারিত জানানো যাবে। নিহত ওই নারী ৯বছর বয়সী এক মেয়ে সন্তানের জননী বলে জানা গেছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: