Cvoice24.com

নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে পাওয়া গেল আহত অবস্থায়

ফটিকছড়ি প্রতিনিধি
২০:১৯, ৪ অক্টোবর ২০২৩
নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে পাওয়া গেল আহত অবস্থায়

চট্টগ্রাম ফটিকছড়িতে নিখোঁজ ব্যবসায়ী মোহাম্মদ জোবায়ের হোসেন জুয়েলকে(৩০) আহত অবস্থায় পাওয়া গেছে। বুধবার (৪ অক্টোবর) হাতের বুড়ো আঙুলে স্টাম্প শীলের কালি লাগানো এবং আহত অবস্থায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে পাওয়া যায় তাকে।

আহত জোবায়েরর বড় ভাই মো.শহিদ বলেন জোবায়েরকে আহত অবস্থায় পাওয়া গেছে। সে ভাল করে কথা বলতে পারছেনা। কোন প্রশ্ন করলে জবাব ও দিচ্ছেনা। তার হাত পা ফুলা এবং হাতের বুড়ো আঙুলে স্ট্যাম্পের কালির চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। ভালো করে হাটতেও পারছেনা সে।

তিনি জানান, আমার ভাই বিবিরহাট বাজারে বিকাশের ব্যবসা করতো। তার সাথে কারো সাথেই শত্রুতা ছিলোনা। তবে সে একটি সিন্ডিকেট এর কাছে প্রায় ১০লাখ টাকা পেত। এ নিয়ে অনেক ঝামেলাও হয়েছিল। পরেও এটির সমাধানও হয় তবে তারা এখনো টাকা বুঝিয়ে দেয়নি। ৩ অক্টোবর সন্ধ্যায় নিখোঁজ হন জোবায়ের। নিঁখোজের পর তার বড় ভাই মোহাম্মদ শহিদ ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
 
এদিকে ফটিকছড়ি থানার এস আই হিমেল চাকমা এবং এস আই ভুলু ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত জোবায়েরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে থানায় ওসির কাছে নিয়ে যান। তার সাথে কথা বলেই বিস্তারিত জানা যাবে বলে জানান তারা।

জোবায়ের ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ ধুরুং গ্রামের জহির উদ্দিন মিয়াজী বাড়ির মৃত এস এম হাবিবুর রহমানের পুত্র এবং গত চারদিন আগে তার বিয়ে হয়েছিল বলে জানা যায়।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর