এইচএসসি পরীক্ষার শেষ দিনে বিএনপির রোডমার্চ, অভিভাবকদের সর্তকবার্তা বোর্ডের
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একইদিন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এ রাজনৈতিক কর্মসূচি থাকায় পরীক্ষার্থীদের অভিভাবকদের সর্তক থাকতে বার্তা দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, যেহেতু বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেহেতু উক্ত তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা সম্পন্ন করে নিরাপদে তাদের বাসস্থানে ফিরে যেতে পারে। সে লক্ষ্যে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে সর্বসাধারণকে এ বিষয়ে সহযোগিতা প্রদানের অনুরোধ করা হলো।’
প্রসঙ্গত, এর আগে প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের প্রথম চারটি পরীক্ষা স্থগিত করে চলতি মামের প্রথম সপ্তাহে সময়সূচি প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এইচএসসি পরীক্ষা।