Cvoice24.com

উখিয়ার শরণার্থী শিবিরে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৩:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২৪
উখিয়ার শরণার্থী শিবিরে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজারের উখিয়ায় আসাদ উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১১ ফ্রেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার ২০ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত যুবক আসাদ উল্লাহ ওই ক্যাম্পের এস-২/বি-৫ এর বাসিন্দা ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শামিম হোসেন বলেন,‘১০ থেকে ১৫ জন অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি গুলি করে ওই যুবককে হত্যা করেছে। গুলি করার পর কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বলে স্থানীয়রা জানিয়েছেন।’

ওসি আরও বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: