Cvoice24.com

পটিয়ায় ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ৫ জুন ২০২৪
পটিয়ায় ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রের বাইরে রাস্তা বন্ধ করে বেশ কিছু পটকা বাজি ফোটানোর ঘটনা ঘটেছে। এসময় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় একজন আহত হয়েছে। এতে ভোটারদের মধ্যে আতংকে ছড়িয়ে পড়ে।

বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বাইরে ছৈয়দ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৯ মে তৃতীয় ধাপে পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপজেলায় ১২৮টি ভোট কেন্দ্রের মধ্যে জোরপূর্বক ভোট নেওয়ার অভিযোগে উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থগিত করা হয়। স্থগিত হওয়া নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে ৩৬১৫ ভোটের মধ্যে  সকাল ১০টা পর্যন্ত ২৫% ভোট হয়েছে। 

ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহ মো. শাহরিযা (উড়োজাহাজ) ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. এমদাদুল হাসানের (বই) অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। হামলায় বই প্রতীকের একজনের মাথা ফেটে দেওয়া হয় বলে অভিযোগ।  

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, তৃতীয় ধাপের নির্বাচনে স্থগিত হওয়া উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বাইরে দুই পক্ষের লোকজন পটকা বাজি ফুটিয়েছে।  সকাল থেকে এ কেন্দ্রের ভোটাররা নির্ভয়ে ভোট দিয়েছেন। কেন্দ্রের বাইরে কারা পটকা ফুটিয়েছে তা তিনি জানেন না।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: