Cvoice24.com

ফটিকছড়িতে পৌরমেয়রের মার্কেটে আগুন, তিন দোকান পুড়ে ছাই

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫১, ৯ জুন ২০২৪
ফটিকছড়িতে পৌরমেয়রের মার্কেটে আগুন, তিন দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট বাজারে আগুনে তিন দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (৯ জুন) ভোর রাতে বিবিরহাট বাজারের পানের গলিতে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— নিলক পাল (মুদি দোকান), ইস্কান্দার (চালের দোকান) ও ইলিয়াস (মুদি দোকান)। 

জানা যায়, ভোররাতে ফটিকছড়ির পৌরসভা মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেনের পারিবারিক মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে আসে। একই সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফটিকছড়ি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সেবা সংস্থাটি। তবে তার আগে নিলক পালের মুদি দোকান, ইস্কান্দারের চালের দোকান ও ইলিয়াসের মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই, ভোররাতে ফোন পেয়ে দৌড়ে এসে দেখি আমাদের দোকানগুলো চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সব শেষ। নিঃস্ব হয়ে গেছি আমার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আগুনে তিন দোকান পুড়ে গেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: