Cvoice24.com

লোহাগাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে সাতকানিয়ার তরুণ নিহত

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৫, ১৯ জুন ২০২৪
লোহাগাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে সাতকানিয়ার তরুণ নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. জোবাইর (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মাসুদ (২১) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে লোহাগাড়ার উপজেলার আমিরাবাদ তজু মুন্সীর গ্যারেজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত জোবাইর সাতকানিয়া উপজেলার গারাঙ্গিয়া গ্রামের বড় ঠাকুর পাড়ার বাসিন্দা আবদুল কাইয়ুমের ছেলে। আহত তরুণ মাসুদও একই এলাকার ফরিদুল আলমের সন্তান।

এরশাদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ভারি বৃষ্টি ও বাতাসের মধ্যে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটির সাথে লোহাগাড়ামুখী মোটরসাইকেলটির মধ্যে সংর্ঘষ হয়। ঘটনার পরপরই স্থানীয়রা মোটরসাইকেল আরোহী দুইজনকে উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। 

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ ইরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আরেকজন গুরুতর আহত হয়। তাকে উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: