Cvoice24.com

হজে গিয়ে রাউজানের বাসিন্দার মৃত্যু

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৬, ২১ জুন ২০২৪
হজে গিয়ে রাউজানের বাসিন্দার মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে রাউজানের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ নুর উদ্দীন চৌধুরী। শুক্রবার (২১ জুন) সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের ৫ হাজীর মৃত্যু হয়েছে।

নুর উদ্দীন চৌধুরী রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের প্রয়াত আবু বক্কার চৌধুরীর ছেলে এবং রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দীন চৌধুরীর আপন বড় ভাই।

পরিবারের সদস্যরা জানান, নুর উদ্দিন চৌধুরী স্বপরিবারের কানাডায় ছিলেন। সেখান থেকে হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে গত দুদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোহাম্মদ নুর উদ্দীন চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।

এর আগে, হজে গিয়ে মোহাম্মদ ইদ্রিস (৬৪) নামে রাউজানের আরো এক বাসিন্দা মারা যান। এছাড়া মহেশখালী উপজেলার মো. জামাল উদ্দিন (৬৯), কক্সবাজারের রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১), কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ (৬১), হজব্রত অবস্থায় মৃত্যুবরণ করেন।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবেই দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজ যাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: