Cvoice24.com

বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারালেন রাজমিস্ত্রি

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৬, ২২ জুন ২০২৪
বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারালেন রাজমিস্ত্রি

চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুহাম্মদ করিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর মধু গুমাস্তারবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া যুবক মুহাম্মদ করিম উদ্দিন হারুয়ালছড়ি ইউনিয়নের শান্তিরহাট সুজানগর এলাকার মুহাম্মদ শাহ আলমের পুত্র। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

জানা যায়, কলিগর বাড়ির বাসিন্দা কামালের কাছ থেকে বাঁশ কিনেছিলেন করিম। সকালে বাঁশঝাড় থেকে সেই বাঁশ কাটতে শুরু করেন তিনি। এসময় একটি কাটা বাঁশ হেলে পড়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর। বাঁশটি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রাজিয়া সুলতানা বলেন, ‘করিম একটি বিল্ডিংয়ের কাজের জন্য বাঁশ কাটতে যায় পুকুর পাড়ে। বাঁশ কাটার সময় একটি বাঁশ পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে গিয়ে পড়ে। এ সময় বাঁশের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে করিম মারা যায়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা। তিনি জানান, বাঁশ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টের খবর পেয়ে তাৎক্ষণিক এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন তিনি আগেই মারা গেছেন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: