বাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর প্রবাসী যুবকের কঙ্কাল উদ্ধার
বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের ২৮ দিন পর মো. সাইফুল আজম ইরফান (২৯) নামে এক প্রবাসী যুবকের গলিত মরদেহ (কঙ্কাল) উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বড্ডিলা নামক জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত ১১ জুন নিখোঁজ হন ইরফান ।
সাইফুল আজম ইরফান উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর মোকামিপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। ওমান প্রবাসী ইরফান পাঁচ মাস আগে দেশে আসেন।
নিহতের পিতা আব্দুল জলিল বলেন, ‘গত ১১ জুন দুপুরে নামাজ পড়তে গিয়ে আর ফিরেনি ইরফান। নিখোঁজের পর বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করি আমি।’
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রবাসী ইরফানের সঙ্গে মোবাইলে উত্তরবঙ্গের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পাঁচ মাস আগে দেশে আসেন তিনি। মেয়েটি তার সঙ্গে বিয়েতে রাজি হননি। তখন থেকে হতাশায় ভোগেন ইরফান। ধারণা করা হচ্ছে, ওই মেয়ের সঙ্গে ঝগড়া শেষে জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, ‘নিহতের পিতা পরনে থাকা কাপড় ও ব্যবহৃত মোবাইল দেখে গলিত মরদেহ শনাক্ত করেছেন। ঘটনাস্থল থেকে মাথার খুলিসহ খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
তিনি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’