মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) রাতে ও বুধবার (১০ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট ও বারইয়ারহাটে এসব দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— কৃষি ব্যাংক হাদিফকিরহাট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও মিরসরাই উপজেলার গাছবাড়িয়া এলাকার মৃত তেজেন্দ্র কুমার দাশের ছেলে অরুণ কান্তি দাস (৬৩) এবং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইয়ারপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৫৫)।
জানা গেছে, বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপ ধাক্কা দিলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অরুণ গুরুতর আহত হয়। এরপর স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার মধ্য রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী লরি ধাক্বা দিলে মাথায় গুরুতর আঘাত পান আবুল কালাম। তিনি বারইয়ারহাট শাহ আমানত রেস্টুরেন্টের কাজ করতেন। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় কমফোর্ট হাসপাতালে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, বুধবার সকালে হাদিফকিরহাট এলাকায় দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, বারইয়ারহাটে লরি ধাক্কায় আবুল কালাম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। পরিবারের অনুরোধে মরদেহ তাদের বুঝিয়ে দেয়া হয়েছে।