Cvoice24.com

পটিয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি 
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ১৪ জুলাই ২০২৪
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিতে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী ও পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মাদক গ্রহণের কুফল ও ভয়াবহতা জেনে স্কুলের সামনে রাস্তায় দাঁড়িয়ে  মাদককে ‘না’ বলেন। একই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরাও অংশগ্রহণ করেন। 

এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রমাণ স্পষ্ট: প্রতিরোধে বিনিয়োগ করুন’। 

কর্মসূচিতে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল বলেন, ‘মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও মাদকাশক্তিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থী-শিক্ষকদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।’ 

পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনিল কুমার বড়ুয়া বলেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সরকারের এই অর্জন সমুন্নত রেখে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে দেশের প্রত্যয়দীপ্ত ও সক্ষম যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন তার বক্তব্যে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় এবং ছাত্রছাত্রীদের মাদকাশক্তির প্রতিরোধ গড়ে তোলার জন্য আহবান জানান। তিনি মাদকের ভয়াবহতা কীভাবে একটি মানুষের জীবন, পরিবার ধ্বংস করে দেয়, এর ভয়াবহতা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।

এছাড়াও বক্তারা বলেন, যুবসমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন অসংগতি, কুসংস্কার ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে এর বিকল্প নেই।  

এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন, মো. পিয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি সুবীর কুমার চৌধুরী, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহম্মদ শরীফ আজাদ, এটিএম তোহা, নুরুল আবসার, মাহবুবুল আলম, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবদুল হাফেজ, চন্দন কান্তি নাথ, সায়মা তৈয়ব, মিনা আকতার, ঊর্মি আকতার, নাজিম উদ্দীন খান, সাইফুল আজম, রুমা চক্রবর্তী, লিটন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: