Cvoice24.com

বাঁশখালীতে বোটসহ মাছ জব্দ, ১০ লক্ষাধিক টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৪, ১৫ জুলাই ২০২৪
বাঁশখালীতে বোটসহ মাছ জব্দ, ১০ লক্ষাধিক টাকা জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরায় চট্টগ্রামের বাঁশখালীতে ৪টি বোটসহ ১১৫ মণ মাছ জব্দ ও সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (১৪ জুলাই) বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেলের বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের (ইউএনও) নির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড এ যৌথ অভিযান চালায়।

অভিযানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিজেন্স কমান্ডার মো. মিজানুর রহমান, সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিদর্শক মো. মনজুর আলম, আব্দুল কুদ্দুস, মেরিন অফিসার সাইফুল ইসলাম, ইনুমেটর মো. আলমগীর।

বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘অভিযানে ৪টি বোটসহ ৪৬০০ কেজি মাছ জব্দ করা হয়। সেখান থেকে ৫শ কেজি মাছ স্থানীয় ২৫টি এতিম খানায় বিতরণ করা হয়েছে। অবশিষ্ট মাছ প্রকাশ্যে নিলামে  ৪ লক্ষ ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। একই সঙ্গে জব্দ চার ট্রলারের মালিককে ৩ লক্ষ  ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে চিংড়ি পোনা ধরতে অবৈধভাবে বসানো ৫ হাজার মিটার দৈর্ঘ্যের ৫টি মশারি নেট জব্দ করে পোড়ানো হয়। এছাড়াও আল্লাহ মালিক নামক একটি যান্ত্রিক মৎস্য নৌযানে অবৈধভাবে বসানো ট্রলিং সিস্টেম ও ট্রলডোর অপসারণ করা হয়। এসময় ওই বোট মালিককে ২ লক্ষ টাকা সহ মোট ১০ লক্ষ ৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: