Cvoice24.com

আহত ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু

সিভয়েস২৪ ডেস্ক
১৬:৩৫, ২৭ জুলাই ২০২৪
আহত ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে টমটমের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মো. মুছা (৫৫) প্রকাশ ট্যাক্সি মুছা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার দরগাহ রাস্তার মাথা (শাহজাহান শাহ মাজার গেট) এলাকার দক্ষিণ পাশে এ দুর্ঘটনাটি ঘটে। ওই সময় তিনি তার সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে মেডিকেল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। 

নিহত মো. মুছা ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির মো. হাফেজের ছেলে।

জানা যায়, কয়েকদিন আগে ছেলে সায়েম সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে নিয়ে নগরের হাসপাতালে ভর্তি করান বাবা মোহাম্মদ মুছা। হাসপাতালে সায়েম কিছুটা সুস্থ হলে শুক্রবার তাকে বাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি । আসার পথেই তাদের গাড়িটি হাটহাজারীর দরগাহ রাস্তার মাথা (শাহজাহান শাহ মাজার গেট) এলাকার দক্ষিণ পাশে পৌঁছালে টমটমের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আনিসুর রহমান জানান, শাহজাহান শাহ মাজার গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি। 
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর