Cvoice24.com

চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার মৃত্যুবার্ষিকী পালিত 

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৯, ২৯ জুলাই ২০২৪
চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার মৃত্যুবার্ষিকী পালিত 

চট্টগ্রামের চন্দনাইশের কৃতিসন্তান, প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, সাহিত্যিক আহমদ ছফার ২৩ তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকালে এ উপলক্ষে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্থাগারে স্মারক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ- চারা বিতরণ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল।

সভায় বক্তব্য রাখেন ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম, সাংবাদিক ও লেখক ছৈয়দ শিবলী ছাদেক কফিল, জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. কামরুল হাছান চৌধুরী, সংগঠক জাহিদুল ইসলাম জাহি, রহমানিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সেক্রেটারি নুরুল আলম, দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ হোসাইন, শিক্ষক মো. কামাল উদ্দীন, শিক্ষক কাজল কান্তি বড়ুয়া, সংগঠক মো.  টিপু সুলতান, কর্পোরেট ম্যাজিসিয়ান সুভক বড়ুয়া,সাংবাদিক মো. আমিন উল্লাহ টিপু, হাফেজ মো. ইয়াছিন, হাফেজ মো. রিফাত হোসেন কাদেরী, পরিষদের সদস্য কাজী মোশারফ হোসেন মিশু, জুবায়ের আজাদ, পারভেজ উদ্দীন, আবদুল্লাহ ফয়সাল প্রমুখ।

বক্তারা বলেন, চন্দনাইশের সন্তান বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া আহমদ ছফা একজন বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য সাহসী স্পষ্টভাষী লেখক। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, ততদিন তিনি স্ব-মহিমায় উজ্জ্বল হয়ে থাকবেন। আহমদ ছফার লেখা সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যের অনন্য সম্পদ। তরুণ প্রজন্ম আহমদ ছফার লেখা বই যত বেশি পড়বে তাদের মেধা ততই বেশি শাণিত হবে। জাতি উপকৃত হবে।

এদিকে সাহিত্যিক আহমদ ছফার ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদীয়া এএস (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: