Cvoice24.com

হাটহাজারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৫, ৩১ জুলাই ২০২৪
হাটহাজারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

'গড়বো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়।

বুধবার (৩১জুলাই) সকাল ১১ টার দিকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের পর আলোচনা সভার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরী, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন খান জীবন, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম। 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. ফারুক ময়েদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। 

অনুষ্ঠানে আওয়ামী মৎস্যজীবী লীগ হাটহাজারী উপজেলা সভাপতি জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ মো. বয়ান, প্রবীণ সাংবাদিক কেশব কুমার বড়ুয়া ও মৎস্য উদ্যোক্তা মাহবুব উল আলম চৌধুরী বক্তব্য রাখেন। 

আলোচনা সভা শেষে সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে ফরহাদাবাদ ইউনিয়নের মাহবুবুল আলম চৌধুরী এবং হালদা নদী থেকে ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণে ডিম আহরণের জন্য গড়দুয়ারা ইউনিয়নের মো. হোসেনকে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আগামী ৫ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ সমাপ্ত হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: