বাঁশখালীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ী ও চাম্বল ইউনিয়নে বন্য হাতির আক্রমনে নিহত পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের যৌথ উদ্যোগে এই অনুদানের চেক বিতরণ করেন ইউএনও জেসমিন আক্তার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও বিট কর্মকর্তা উহ্লামং চৌধুরী।
রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, বন বিভাগের উদ্যোগে বন্য হাতির আক্রমণে নিহত বৈলছড়ী ইউনিয়নে মো. সিবগতুল্লাহ রিজবীর পরিবার ও চাম্বল ইউনিয়নে আজগর হোসেনের পরিবারের মাঝে ৩ লাখ টাকা করে মোট ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।