মিরসরাইয়ে এশিয়ান পেইন্টস কারখানায় আগুন
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে এশিয়ান পেইন্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে শুরুতে এশিয়ান পেইন্টসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজস্ব সরঞ্জাম দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালান।, পরে দ্রুত তাদের সঙ্গে যোগ দেন মিরসরাই ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
ঘটনাস্থলে উপস্থিত মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার হায়াতুন্নবী বলেন, ‘এশিয়ান পেইন্টসের ৩ নম্বর ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সঙ্গে যোগ দেয় বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। আগুনে ওই ফ্লোরে রক্ষিত কেমিক্যাল ও রং পুড়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, তাদের এক্সপার্ট টিম এসে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করবে।’
এ বিষয়ে জানতে চাইলে এশিয়ান পেইন্টসের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) জাহেদ হাসান বলেন, ‘আজ সকালে কারখানার তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কীভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের একটি টিম পরিদর্শনে করবে, তারপর জানানো হবে।’