Cvoice24.com

২১ মাস পর জামিনে কারামুক্ত বিএনপি নেতা কায়েছ

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫, ৯ সেপ্টেম্বর ২০২৪
২১ মাস পর জামিনে কারামুক্ত বিএনপি নেতা কায়েছ

হত্যা মামলায় ২১ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রামের পটিয়ার বিএনপি নেতা মোহাম্মদ কায়েছ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। 

তিনি জানান, ইউপি নির্বাচনের জের ধরে ২০২২ সালের ২২ এপ্রিল রাতে পটিয়া উপজেলা কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকায় মোহাম্মদ সোহেল (৩৮) ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় ২৩ এপ্রিল এলাকার সাবেক চেয়ারম্যান আবুল কাসেম (বর্তমানে বিএনপির মামলায় কারাগারে আছে) বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ কায়েছকে প্রধান ও মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর, জসিমুল আনোয়ার খাঁন, মোহাম্মদ আজগর, কায়সার উদ্দিন জনিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

তিনি আরও জানান, ঘটনার একদিন পর হামলার আসামি মোহাম্মদ শরীফকে এবং ওই বছরের ১৬ নভেম্বর সীতাকুণ্ড এলাকায় যাত্রীবাহী বাস থেকে কায়েছকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ২১ মাস পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আজ সোমবার তিনি কারাগার থেকে মুক্তি পান তিনি। 

প্রসঙ্গত, নিহত সোহেল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগিনা ও পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: