হাটহাজারীতে নবাগত ওসির সঙ্গে প্রেস ক্লাবের মতবিনিময়
হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ওসি আহসান হাবিব বলেন, ‘সাংবাদিক পুলিশের বন্ধু, শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।’
মতবিনিময়কালে হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম (দৈনিক কালের কণ্ট), সহ-সভাপতি আতাউর রহমান (দৈনিক ইত্তেফাক) , সাধারণ সম্পাদক বাবলু দাশ (দৈনিক ভোরের কাগজ ও সিভয়েস২৪ডটকম), সাংগঠনিক সম্পাদক মো. আলী, সদস্য নকিব চৌধুরী (দৈনিক গিরি দর্পণ), মো. শোয়াইব (দৈনিক ভোরের দর্পণ ও সি প্লাস টিভি) প্রমুখ উপস্থিত ছিলেন।
নবাগত ওসি আহসান হাবিব এর আগে ২০১৩-১৪ সালে হাটহাজারী মডেল থানায় এসআই হিসাবে কর্মরত ছিলেন। এরপর তিনি ওসি তদন্ত হিসেবে কুমিল্লায় একটি থানায় যোগদান করেন। পরে তিনি বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। ৬ সেপ্টেম্বর ওসি হিসেবে তিনি আবার হাটহাজারী মডেল থানায় যোগদান করেন।