Cvoice24.com

আনোয়ারায় বিদ্যুতের লোডশেডিংয়ে জনদুর্ভোগ 

প্রকাশিত: ২০:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৪
আনোয়ারায় বিদ্যুতের লোডশেডিংয়ে জনদুর্ভোগ 

সড়কের ওপর গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত কয়েকদিন ধরে বিদ্যুতের লোডশেডিং চরম পর্যায়ে পৌঁছেছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার বিদ্যুৎগ্রাহকদের। তবে এ অবস্থার জন্য বৃষ্টিকে দায়ী করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে আনোয়ারা উপজেলায় লোডশেডিং শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সারা দিনের পর রাতেও এ অবস্থা থেকে মিলেনি মুক্তি। শুক্রবার দিনের বেলা কয়েকবার বিদ্যুতের দেখা মিললেও তার স্থায়িত্ব খুবই কম। তাছাড়া বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় মুসলধারে বৃষ্টি। শুক্রবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে যোগ হয় দমকা হওয়া। বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভাঙ্গার খবর পাওয়া গেছে। উপজেলার জয়কালী বাজারসহ কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে সৃষ্টি হয়েছে যানজটের। 

এনামুল হক নামের এক যাত্রী জানান, জয়কালী বাজার এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়রা গাছ কেটে রাস্তায় চলাচলের উপযোগী করলে স্বাভাবিক হয় যান চলাচল।

নুরুল ইসলাম নামের এক গ্রাহক জানান, বৃহস্পতিবার রাত থেকে বিদ্যুতের দেখা নেই। মোবাইলে চার্জ নাই, কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুজিবুর রহমান জানান, ‘কয়েক জায়গা থেকে গাছ ভেঙে পড়ার খবর এসেছে, তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা তা সরিয়ে স্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছে। 

বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে আনোয়ারা পল্লী বিদ্যুতের ডিজিএম জসিম উদ্দিন বলেন, ‘মৌলিক কোনো সমস্যা হয়নি, ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ লাইন সচল রাখতে পারছি না। ঝড়-বৃষ্টি কমে গেলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।’


 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: