Cvoice24.com

সীতাকুণ্ডে হত্যা মামলার পলাতক আসামি ধরা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সীতাকুণ্ডে হত্যা মামলার পলাতক আসামি ধরা

চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। শনিবার (১৪) সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

গ্রেপ্তার আসামির নাম আলাউদ্দিন (৪৫)। তিনি সীতাকুণ্ড থানার মধ্যম মহাদেবপুর শেখ নগর গ্রামের এরশদ উল্লাহ জুনুর ছেলে। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থানার হত্যা মামলার আসামি আলাউদ্দিনকে গতকাল বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। 

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাক সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: