Cvoice24.com

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন পটিয়ায়

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন পটিয়ায়

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সারাদেশব্যাপী চলা কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন, সিনিয়র শিক্ষকদের মধ্যে কল্লোল কুমার বৈদ্য, এ.এইচ.এম.আহসান উল্লাহ নিযামী, মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলক রঞ্জন চৌধুরী, অভি ভট্টাচার্য্য। সহকারি শিক্ষক মো. নিজাম উদ্দিন, জুয়েল বড়ুয়া, মো. মোরশেদুল আলম, জাবেদ কায়সার, মুহাম্মদ মাহফুজুল আলম, শোভনজিত দে, দীপন চৌধুরী, আবুল কাশেম, ফরহাদ মো. আবু সাঈদ, মেহের নিশাত, মো. সাখাওয়াত হোসাইন, হামিদা ইয়াছমিন, শাহিনুর আকতার প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: