বাঁশখালীতে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের
বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়ায় বজ্রপাতে শিহাবুর রহমান সিফাত (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুরে গোসল শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত শিহাবুর রহমান সিফাত উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শফি আহমেদর বাড়ির মাহমুদুর রহমানের ছেলে ও স্থানীয় কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
সিফাতের বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম বলেন, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সে পুকুর থেকে গোসল শেষে বাড়িতে ফিরছিল। বাড়ির কাছেই বজ্রপাতের শিকার হয় সে। পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গুনাগারি মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।