বাঁশখালীতে কানাডা পাঠানোর নামে প্রতারণা, টাকা ফেরতের দাবিতে মানববন্ধন
বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের বাঁশখালীতে কানাডা নিয়ে যাওয়ার কথা বলে অর্থ আত্মসাত ও পরবর্তীতে হয়রানির অভিযোগে এনামুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া বাজারে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় ভুক্তভোগীরা তাদের সাথে প্রতারণা করে নেয়া আত্মসাতকৃত অর্থ ফেরতের দাবি জানান।
মানববন্ধনে তারা জানান, পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া মীরা পাড়া ৮ নং ওয়ার্ডের রহমান মিয়ার পুত্র এনামুল হক ১০ লাখ টাকায় কানাডা নিয়ে যাওয়ার কথা বলে এই ইউনিয়নের বাসিন্দার নুর মোহাম্মদ, নুর উদ্দীন, মোস্তাক মিয়া ও মো. বাবুল, চাম্বল এলাকার গিয়াসউদ্দিন, মহিউদ্দিন, পেকুয়া শীলখালী এলাকার শহীদুল কবির, আবু ছিদ্দিক, ছনুয়া এলাকার কামরুল হাসানসহ ৯ জনের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাত করেছেন। তারা তাকে মানবপ্রচারকারী আখ্যা দিয়ে তাদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত চান এবং একই সঙ্গে তাদের সঙ্গে প্রতারণার বিচার দাবি করেন।
চাম্বল ইউনিয়নের মহিউদ্দিন বলেন, ‘১০ লাখ টাকায় কানাডা নিয়ে যাওয়ার কথা বলে গত ১৭ জুলাই আমার কাছ থেকে অগ্রিম হিসেবে সাড়ে চার লাখ টাকা নিয়ে যায় এই প্রতারক এনামুল হক। পরবর্তীতে নানা টালবাহানা শুরু করে এবং অগ্রিম নেওয়া টাকা ফেরত দিতে বললে উল্টো আমার নামে ২টি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে।’
এ বিষয়ে অভিযুক্ত এনামুল হকের সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।