পূজামণ্ডপে সিসি ক্যামেরা রাখার অনুরোধ জেলা প্রশাসকের
হাটহাজারী প্রতিনিধি
প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে অনুরোধ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবারের মতো এবারও প্রতিটি মণ্ডপে সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’
মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট দয়াময়ী কালীবাড়ী ও শ্রীমন্তপাল বাড়িতে প্রতিমা কারুকার্য প্রস্তুত করার স্থান পরিদর্শনকালে জেলা প্রশাসক এসব বলেন।
তিনি বলেন, ‘পূজার সময় সড়কে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে। এলাকার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে ইউএনও যথাযথ ভূমিকা পালন করবেন’।
পরিদর্শনকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সিনিয়র সহকারী কমিশনার মো. আবু রায়হান, সহকারী কমিশনার খোন্দকার ফারজানা সেতু, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন রিম্মি, হাটহাজারী পূজা পরিষদের আহ্বায়ক মাস্টার অশোক কুমার নাথ, যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ, জেলার সাংগঠনিক সম্পাদক রিমন মুহুরী, সদস্যসচিব উজ্জ্বল দত্ত, সদস্য নাথুরাম ধর, সদস্য অফি দাশ, ঋষিকেশ খাস্তগীর, রনি দাস রকেট প্রমুখ উপস্থিত ছিলেন।