সাতকানিয়ায় কালিয়াইশ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃত্বে তৌহিদ-ইমরান
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের একদল তরুণ প্রবাসীর উদ্যোগে গঠন করা হয়েছে কালিয়াইশ প্রবাসী কল্যাণ পরিষদ। এতে তৌহিদুল ইসলামকে সভাপতি, ইমরান গণিকে সাধারণ সম্পাদক এবং ইমতিয়াজ উদ্দিন ইমনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর এ পরিষদের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হলেও তা মঙ্গলবার (১ অক্টোবর) আত্মপ্রকাশ পায়। এ পরিষদে প্রাথমিক পর্যায়ে প্রায় ২ শতাধিক সদস্য সংযুক্ত করা হয়েছে। এরমধ্যে চারজন সিনিয়র প্রবাসীকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। যারা সার্বক্ষণিক অন্য সকল সদস্যকে দিক-নির্দেশনা দিয়ে থাকেন। পরিষদের সকল সদস্যই উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা। তারা সকলই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের প্রবাসী।
পরিষদের উপদেষ্টার মধ্যে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, আবদুল মান্নান, আবদুস শুকুর ও মোহাম্মদ মীর হোসেন। বর্তমানে বেশ কয়েকজন সদস্য দেশে থাকায় জুম মিটিং এর মাধ্যমে ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
কালিয়াইশ প্রবাসী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন ইমন বলেন, ‘এ পরিষদের জনকল্যাণমুখী বহু পরিকল্পনা আছে। প্রাথমিকভাবে আমরা কোন প্রবাসী দেশের বাইরে মারা গেলে তাকে দেশে পাঠানোর আইনি এবং আর্থিক সহায়তা দিব। পরবর্তীতে দেশে স্ব-স্ব এলাকায় দুস্থদের মানবিক সেবা প্রদান এবং শিক্ষা বিস্তারে প্রবাসী কল্যাণ বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনাও আমরা হাতে নিয়েছি।