আনোয়ারায় কুংফু এন্ড উশুর বেল্ট পরীক্ষা
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র প্রশিক্ষণার্থীদের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এ বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের বেল্ট প্রদান করেন জাতীয় জাজ ও কোচ মহসিন পারভেজ।
বেল্ট প্রাপ্তদের মধ্যে বেগুনি বেল্ট পেয়েছেন রাদিয়া বিনতে ফোরকান ও সুরাইয়া শারমিন। সবুজ বেল্ট পাওয়া প্রশিক্ষার্ণীরা হলেন শফিকুল আলম, মুসলিম উদ্দিন, আরিফ, মিফতাহুল জান্নাহ ও ওয়াকিয়া। হলুদ বেল্ট প্রাপ্তরা হলেন— সত্যম দাশ ,তন্ময় দত্ত ও শ্রাবণ বড়ুয়া।
বেল্ট প্রদান অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষার্থী মানিক, বাদশা, মঈনুদ্দিন, নুরুল আজিম, জিল্লুর রহমান, মামুন।