চন্দনাইশে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে সকল হত্যার বিচার, সারা দেশে স্থায়ী রেশন ব্যবস্থা চালু ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানান। একই সঙ্গে মাজার, মন্দির ভাংচুর, পল্লী বিদ্যুতের হয়রানী ও সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন। এছাড়াও বক্তারা সবকিছুর দাম কমিয়ে সাধারণ মানুষের জান বাঁচানোর আহবান জানান।
চন্দনাইশ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুল নবীর সভাপতিত্বে ও কমরেড সুবল দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড কানাই দাশ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক কমরেড শওকত আলী, সদস্য কমরেড আমীর হোসেন, সদস্য অলক দাস, সদস্য কমরেড মাস্টার শহীদুল ইসলাম, চন্দনাইশ উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিমুল কান্তি ধর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।