Cvoice24.com

মির্জাখীল দরবার শরীফের পীর হযরত নূর মিয়ার চেহলাম সোমবার 

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৩:০৭, ৬ অক্টোবর ২০২৪
মির্জাখীল দরবার শরীফের পীর হযরত নূর মিয়ার চেহলাম সোমবার 

সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পীর চতুর্থ হযরত শাহ্ জাহাঁগীর নূরুল আরেফিন শেখ ছৈয়দ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ শাহ্ প্রকাশ নূর মিয়ার চেহলাম শরীফ সোমবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। রবিবার (৬ অক্টোবর) দরবার শরীফের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার এ উপলক্ষ্যে দরবার শরীফ মাঠে পবিত্র খতমে কোরানখানি, বুখারী শরিফ, মিলাদ-কেয়াম ও দোয়া মাহফিল এবং  স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন মরহুম পীর সাহেবের বড় সাহেবজাদা দরবারে বর্তমান গদিনসীন ৫ম শাহ্ জাহাঁগীর জয়নুল আবেদীন হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান শাহ্ (কু)।

এতে সবাইকে উপস্থিত থেকে মরহুম পীর সাহেব কেবলার রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করছেন দরবারে শাহজাদা ছৈয়দ মুহাম্মদ জর্জিছুর রহমান বায়েজিদ শাহ্ (ম.জি.আ) ও শাহজাদা ছৈয়দ মুহাম্মদ ছিবগাতুর রহমান মারুফ শাহ্ (ম.জি.আ)। 

গত ৫ সেপ্টেম্বর ভোর ৫টায় সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পীর হযরত নূর মিয়া ৭৭ বছর বয়সে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: