ফটিকছড়িতে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে দীর্ঘদিন ময়লা আবর্জনা, লতা-পাতা ও আগাছায় পরিপূর্ণ এক খাল পরিষ্কার করেছে এলাকার স্বেচ্ছাসেবীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ বাড়ি সংলগ্ন ডোবাটি (মরা খাল) পরিষ্কার করতে নামেন সাধারণ ছাত্র, গাউছিয়া কমিটি ও বিডি ক্লিনের ফটিকছড়ির সদস্যরা। এ সময় স্বেচ্ছাসেবীদের উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়ান আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এ সময় নাজিরহাট পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘সম্প্রতি দেশে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের পৌরসভায়ও অনেকে আক্রান্ত হয়েছে। এই রোগটি যাতে ভয়াবহ অবস্থার সৃষ্টি না হয় সে জন্য আমরা মশার প্রজনন ক্ষেত্রগুলো চিহ্নিত করে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পরিষ্কার অভিযান চালাচ্ছি। তার মধ্যে অন্যতম এই মরা খাল।’
তিনি এলাকাবাসীকে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান এবং নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখতে অনুরোধ করেন।
পরিচ্ছন্নতা চলাকালে মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার ভাইস পেন্সিপাল আব্দুস সালাম শরিফী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা সুমন মন্ডল অপু, নাজিরহাট পৌরসভার সহকারী প্রকোশলী রাজিব বড়ুয়া, সচিব নুরুল আবসার, গাউসিয়া কমিটির সদস্য সাজ্জাদ আলম, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি মো. মহিউদ্দিন, মো. সাইমন প্রমুখ উপস্থিত ছিলেন ।
এদিকে নাজিরহাট পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। তারা জানান, দীর্ঘদিন ধরে এটি ময়লা আবর্জনায় ভরাট হয়ে মশার প্রজনন কেন্দ্রে পরিণতে হয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় অল্প বৃষ্টিতে এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হতো। স্বেচ্ছাসেবীদের উদ্যোগে খালটি আবার প্রাণ ফিরে পেয়েছে।