নোয়াপাড়া কলেজে নতুন এডহক কমিটি, সভাপতি ডা. জাহাঙ্গীর
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া কলেজে এডহক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনকে পরিবর্তন করা হয়েছে। তার স্থলে নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলমকে। গত ৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সেই চিঠিতে বলা হয়— ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অত্র কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি মো. আনোয়ার হোসেনের মনোনয়ন পরিবর্তনপূর্বক তৎস্থলে সভাপতি হিসেবে ডা. জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেয়া হলো।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়— ‘এডহক কমিটির অবশিষ্ট মেয়াদকাল ২০২৫ সালের ২৩ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।’
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর অধিকাংশ বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আত্মগোপনে চলে যান। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। যে কারণে গত ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। আর ২১ আগস্ট দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে পুনর্গঠনের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।