রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের পোনা বিতরণ
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের রাউজানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রাউজান উপজেলা পরিষদ কমপ্লেক্সে ৭৩ জন মৎস্যচাষীর মাঝে ৬৬৭ কেজি পোনা বিতরণ করা হয়।
এ সময় রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সিরাজাম মুনীর, সমাজসেবা অফিসার মো. মুনির হুসাইনসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী জানান, সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই করে তালিকা করা হয়। তালিকা অনুযায়ী ৭৩ জন চাষীর মাঝে ৬৬৭ কেজি রুই জাতীয় পোনা বিতরণ করা হয়েছে।