বেওয়ারিশ লাশ দাফন করবে ‘সাজ্জাদ স্মৃতি ফাউন্ডেশন’
সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘সাজ্জাদ হোসেন স্মৃতি ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পাল্টে গেছে বেওয়ারিশদের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের নির্ধারিত কবরস্থান। সংস্কারের অভাবে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা কবরস্থানটি পরিষ্কার করে মরদেহ কবর দেওয়ার উপযোগী করেছে সংগঠনটি। শুধু তাই নয় বেওয়ারিশ মরদেহের গোসল দেওয়া, জানাজার নামাজসহ দাফনেরও ব্যবস্থা করবে এই সংগঠন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ৭০ হতে ৮০ বছর আগে পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত হাসান-গোমস্তা মসজিদের পূর্ব পাশে রেলওয়ে ঢেবার পাড় সংলগ্ন ১০ শতক ভূমি বেওয়ারিশ মরদেহ দাফনের জন্য নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রথম দিকে রেলে কাটা পড়ে নিহতের মধ্যে যাদের নাম-ঠিকানা পাওয়া যেত না তাদের কবরস্থ করত রেলওয়ে কতৃপক্ষ। পরবর্তীতে যেকোন বেওয়ারিশ মরদেহ দাফন করা হত এই কবরস্থানে। কিন্তু বিগত ২০ বছর আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না করায় মরদেহ দাফনের অনুপযোগী হয়ে পড়ে কবরস্থানটি।
ঝোপ-ঝাড় ও জঙ্গলের কারণে কবরস্থান হিসাবে চেনারও কোন উপায় ছিল না। কয়েকদিন আগে চৌধুরীপাড়ার সাজ্জাদ হোসেন স্মৃতি ফাউন্ডেশন কবরস্থানটিকে সংস্কার করার উদ্যোগ নেয়। প্রথমে ঝোঁপ-জঙ্গল পরিষ্কার করে ফাউন্ডেশনের সদস্যরা। পরবর্তীতে সীমানা পিলারের মাধ্যমে কবরস্থানের সীমানা নির্ধারণ করে সাইনবোর্ড টাঙানো হয়। বেওয়ারিশ যেকোন মরদেহের গোসল দেওয়া ও জানাজার নামাজ পড়ানোরও উদ্যোগ নেয় সংগঠনটি।
স্থানীয়রা বলেন, এলাকার উঠতি বয়সী যুবকেরা নিজ উদ্যোগে ও বিনা পারিশ্রমিকে কবরস্থান পরিষ্কার করে মরদেহ দাফনের উপযোগী করেছে যা সত্যিই প্রশংসনীয়। এভাবে যুবকেরা উন্নয়নমূলক ও সেবামূলক কাজে জড়িয়ে পড়লে দেশের চিত্র পাল্টে যাবে।
সাজ্জাদ হোসেন স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইফতেখার উদিন বলেন, ‘সাজ্জাদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কবরস্থানটি পরিষ্কার করে লাশ দাফনের উপযোগী করা হয়। এছাড়া পাশ্ববর্তী ঢেবার পাড় মসজিদ কমিটির সহায়তায় বেওয়ারিশ মরদেহের গোসল দেওয়া ও জানাজার নামাজ পড়ানোরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে মরদেহ দাফনের প্রয়োজনীয় সহায়তা করবে সদস্যরা।’