মাইজভান্ডার থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
সিভয়েস২৪ প্রতিবেদক
ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ থেকে রাউজানে ফেরার পথে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের বুড়িপুকুর পাড় এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
নিহত কিশোরের নাম ইমন হোসেন। তিনি রাউজান উপজেলার সাতলংগা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। আহতরা হলেন— সিএনজিচালক মিরাজ (২৫), যাত্রী মিনহাজ্ব (১৮), রায়হান (১৯) সহ অন্তত পাঁচজন।
এদিকে, ঘটনাস্থল থেকে ঘাতক বাস এবং দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। তবে দুর্ঘটনার পর পর বাসচালক পালিয়ে যান।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মফিজ উদ্দিন ভূইয়া জানান, ফটিকছড়িমুখী মা মনি এন্টার প্রাইজ নামের একটি বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী ইমন হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও ৪ জন আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাস এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করেছে।