Cvoice24.com

মিরসরাইয়ে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১১:৪৩, ১৩ অক্টোবর ২০২৪
মিরসরাইয়ে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (১২ অক্টোবর) রাত ৯ টার দিকে মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

রোজিনা আক্তার জামালপুর জেলার মালিপাড়া এলাকার জহুরুল ইসলামের স্ত্রী। তবে স্বামীর চাকরির সুবাদে সন্তানকে নিয়ে মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

জানা গেছে, রোজিনা আক্তারের স্বামী জহুরুল ইসলাম মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের বসুন্ধরা গ্রুপের অডিটর পদে কর্মরত। শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর সঙ্গে রোজিনার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফুল হুদা বলেন, ‘হাসপাতালে আসার আগে রোজিনা আক্তার মারা গেছেন। গলার ফাঁসে এবং ঠোঁটের নিচে কাটা দাগ রয়েছে। নিহতের স্বামীর ভাষ্যমতে, রোজিনা যখন গলায় ফাঁস দিয়েছিলো তখন তাকে নামানোর সময় নিচে পড়ে গিয়ে ঠোঁটের নিচে কেটে গেছে।’

এ বিষয়ে জানতে রোজিনা আক্তারের স্বামী জহুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ মামুন বলেন, ‘এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: