Cvoice24.com

চন্দনাইশের নতুন ইউএনও রাজিব হোসেন 

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৯, ৩ নভেম্বর ২০২৪
চন্দনাইশের নতুন ইউএনও রাজিব হোসেন 

চট্টগ্রামের চন্দনাইশে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে নিয়োগ পেয়েছেন মো. রাজিব হোসেন। শনিবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নতুন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। 

রবিবার (৩ নভেম্বর) প্রশাসনের এ কর্মকর্তার যোগদান করার কথা রয়েছে। 

এর আগে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি। 

মো. রাজিব হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ৩৬ তম বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: