আনোয়ারায় বালু মহালে প্রশাসনের হানা
আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এতে খোকন, আজগর ও জাহেদুল নামে তিন ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী এলাকার বালু মহালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসেইন মুহম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুসেইন মুহম্মদ বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে অভিযুক্ত খোকনকে এক লাখ এবং আজগর ও জাহেদুলকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।’